রাসুলের যুগে সাহাবিদের গানবাদ্য বিষয়ে আহলে বায়তের দুই ইমাম জাফর সাদেক ও মুহাম্মাদ বাকেরের সুত্রে বর্ণিত সাহাবি জাবের বিন আব্দুল্লাহর হাদিস। ইমাম শাফেয়ির বর্ণিত হাদিসগুলো তার ছাত্র রবি বিন সুলায়মান "মুসনাদে শাফেয়ী" গ্রন্থে সংকলন করেছেন। তিনি বলেন - أخبرنا الشافعي -رضي الله عنه-: أخبرنا إبراهيم بن محمد قال: حدثني جعفر بن محمد، عن أبيه قال : "كان النبي - صلى الله عليه وسلم - يخطب يوم الجمعة فكانت لهم سوق يقال له البطحاء، كانت بنو سليم يجلبون الخيل والإبل والغنم والسمن، فقدموا فخرج إليهم الناس فتركوا رسول الله - صلى الله عليه وسلم -، وكان لهم إذا تزوج أحد من الأنصار ضربوا بالكبر فعيرهم الله بذلك فقال: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا}. শাফেয়ী রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের জানিয়ে বলেছেন যে, আমাদের ইব্রাহিম বিন মুহাম্মাদ জানিয়ে বলেছেন যে, আমাকে জাফর সাদেক তার পিতা মুহাম্মদের সুত্রে বলেছেন — নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতেন। মদিনায় বাতহা নামে একটি বাজার ছিল। বনু সুলাইমের আনসাররা সেখানে ঘোড়া, উট, ভেড়া, ম...